About MMCWS

Registration Certificate

স্বাগতম! মধুরূপা স্মারক ক্যান্সার কল্যাণ সমিতি (এমএমসিডব্লিউএস) হলো একটি প্রতিষ্ঠান যা ক্যান্সারে আক্রান্ত রোগীদের সাহায্য করার লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা একটি বিশ্বাস ধারণ করি যে, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো ক্যান্সারের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে, রাজ‍্যবাসীর পাশে থেকে ওদেরকে সাহায্য করা। আমরা আলাদা আলাদা বিভিন্ন কর্মকান্ড, অনুষ্ঠান এবং প্রচারণার মাধ্যমে ক্যান্সারের প্রতি সচেতনতা সৃষ্টি করতে চেষ্টা করে যাচ্ছি। আমাদের কাজ: আমরা রাজ‍্যস্তরে এখন পর্যন্ত ২০ টিরও বেশি ক্যান্সার রোগীদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছি, ১০-১৫ টি রক্তদান মামলা সমাধান করেছি এবং ক্যান্সার রোগীদের ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় উপদেশ এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আমরা কেমন কাজ করছি? আমরা বিশ্বাস করি, 'সুখ হলো ঔষধ' - এই মন্ত্রটির মাধ্যমে একজন রোগীর মানসিকভাব এবং শারীরিক অবস্থা যখন "স্থিতিশীল অবস্থায়" থাকে, তখন তার বৃদ্ধি ক্যান্সারের মতো ব্যথাপ্রবণ রোগের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হয়। এটাই আমাদের প্রিয় মধুরূপা বিশ্বাস করতো যে, "যদি আমরা সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রসারিত করতে চাই তবে সুখ হলো সবচেয়ে কার্যকরী উপায়।"

Welcome! Madhurupa Memorial Cancer Welfare Society (MMCWS) is an organization that works to help cancer patients. We hold a belief that our sole purpose is to help the people of the state by raising awareness about cancer. We are trying to create awareness about cancer through various activities, programs and campaigns. Our work: We have financially helped more than 20 cancer patients at state level so far, solved 10-15 blood donation cases and tried to provide necessary advice and counseling to cancer patients and their families. What are we doing? We believe, 'happiness is medicine' - with this mantra when a patient's mental and physical state is in a "steady state", his growth is strongest against painful diseases like cancer. That's what our dear Madhurupa believed, "If we want to spread a message important to society, then happiness is the most effective way."


মধুরূপার অকাল প্রয়ানের পর-পরেই ওর অকৃত্রিম কিছু ভাই, বোন এবং বন্ধুরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তৈরী করলো "মধুরূপা মেমরিয়াল ক‍্যান্সার ওয়েলফেয়ার সোসাইটি"। ভবিষ্যতে যখন তাঁর নামে তৈরী হওয়া এই সমিতির কোন নূতন সদস্য জানতে চাইবে যে "মধুরূপা কে? কেনইবা তাঁর নামে এই সমিতি গঠন হলো? প্রতিদিন কত লোকইতো ক‍্যান্সার রোগে মারা যায়। এখানে বিশেষ ভাবে কেন মধুরূপার নামে এই সমিতি? এই প্রশ্নগুলোর উত্তরের জন্যে "ABOUT MADHURUPA" তে ক্লিক করার জন্য সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ রইলো। স্বাভাবিক ভাবেই সমিতির "Bye-Laws, এবং Registration Certificate" পাওয়া হয়ে গেছে। কালের পথ ধরে চলা শুরু হলো মধুরূপার নামঙ্কিত এই সমিতির।

Soon after Madhurupa's untimely demise, some of her sincere brothers, sisters and friends have formed the "Madhurupa Memorial Cancer Welfare Society" in tribute to her memory. In the future when any new member of this association formed in his name will want to know that "Who is Madhurupa? Why was this association formed in his name? How many people die of cancer every day? Why is this association specifically named by Madhurupa? All are sincerely requested to click on "ABOUT MADHURUPA" for receiving the answers to these questions. Naturally, "Bye-Laws, and Registration Certificate" of the association have been obtained. This association named Madhurupa started running along the path of time.


Click here to read the bye law.